মাবিয়া রহমান, মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে অটো ভ্যান ছিনতাই কাণ্ডে দুই ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার ৬ই মে রাত ৮:০০ ঘটিকায় উপজেলার মুন্সি খানপুর দিপ্র ব্রিকসের সামনে গদাই তলা মোড়ে ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তিরা উপজেলার মুন্সি খানপুর গ্রামের মোকাম মোড়লের ছেলে মশিয়ার মোড়ল (৪০) ও দেবিদাসপুর গ্রামের খালেক সানার ছেলে সাদ্দাম হোসেন(৩৫) ভ্যান চালক। ঘটনার পর মুহূর্তে থানায় জানালে থানা থেকে একটি টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। টহল টিমের টিম লিডার এস আই (সাব ইন্সপেক্টর) প্রসেনজিৎ এলাকাবাসীকে সজাগ থাকার জন্য আহবান জানান।

প্রত্যক্ষদর্শী মশিয়ার জানাযায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার পেয়ারাতলা মোড় থেকে অজ্ঞাত দুই ব্যক্তি চালক সাদ্দামকে ফ্রিজ আনার কথা বলে তিনশত টাকা ভাড়া চুক্তিতে মুন্সি খানপুরের দিকে নিয়ে আসে।

পরবর্তীতে দিপ্র ব্রিজের সামনে আসলে চালককে থামিয়ে বেধড় মারপিট করে রশি দিয়ে দুই হাত পা বেঁধে পাশের কলা বাগানের দিকে নিয়ে যায়। তখন সাদ্দাম চিৎকার করলে পাশের সেচ পাম্প(গভীর নলকূপ) থেকে মশিয়ার দৌড়ে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেললে বাকি জন মশিয়ারের ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুজনে পালিয়ে যায়।

এলাকাবাসী বলছে এর আগেও এখানে মোটরসাইকেল সহ তিনটি ভ্যান ছিনতাই হয়েছে। এই নির্জন অন্ধকার ফাঁকা রাস্তায় সন্ধ্যার পরে কেউ চলাচল করে না। ফলে প্রতিনিয়ত নানান দুর্ঘটনা ঘটে থাকে। এমন নির্জন রাস্তায় সোলার লাইটের ব্যবস্থা করার জন্য জোরদার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান,খুব দ্রুতই এ রাস্তাকে সোলার লাইটের আওতায় আনা হবে।

এদিকে ঘটনার পর মুহূর্তেই খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করতে পরামর্শ দেন।