মধুপুরের রক্তিপাড়া ওয়ালটন শোরুমের তালা ভেঙ্গে ৪ লক্ষাদিক টাকার মালা মাল চুরি
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া বাসস্ট্যান্ডের পূর্ব পাশে শুক্রবার রাতে ওয়ালটন শো রুমের তালা ভেঙে প্রায় চার লক্ষদিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা যায়। শোরুমে থাকা সমস্ত ফ্রীজ, টিভিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই শোরুমে প্রায় চার লাখ টাকার উপরে মালামাল ছিল বলে দোকান মালিক মোস্তফা ও সোলাইমান জানান। সোলাইমান ও মোস্তফা বেশ কয়েক মাস ধরে যৌথ ভাবে এ ব্যবসা পরিচালনা করে আসছেন। শুক্রবারেও তারা যথারীতি দোকান তালা বন্ধ করে রাতে বাড়িতে চলে যায় এবং সকালে লোক মাধ্যমে জানতে পারে দোকানের সমস্ত মালামাল চুরি হয়েছে। এলাকাবাসি বলেন- টাঙ্গাইল মধুপুরের এই ব্যস্ততম সড়কে এতো গুলো মালামাল কি ভাবে নিয়ে গেলো তা তাদের বোধগম্য নয়। বাজারে বণিক সমিতির গাফিলতির কারনেই এমন ঘটনা ঘটেছে বলে অনেকেই দাবী করেছেন। তারা বলেন মাসে মাসে বনিকদের কাছ থেকে চাঁদা নিচ্ছে অথচ দোকানের কোন নিরাপত্তা তারা দিচ্ছেনা।
ভুক্তভোগীগন সঠিক তদন্তের মাধ্যমে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও এই ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ চুরির ঘটনায় মধুপুর থানায় একটি জিডি করা হয়েছে বলে শোরুমের মালিক পক্ষ জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।