মাগুরার শ্রীপুর থেকে সংঘবদ্ধ ইজিবাইক চোর দলের চার সদস্যকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় পুলিশ অভিযান চালিয়ে শ্রীকোল ইউনিয়ন থেকে আটটি ইজিবাইক উদ্ধার ও চারজন চোরকে ধরতে সক্ষম হয়েছেন।
বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ৮ টি ইজিবাইক চোরাকারবারির সাথে জড়িত ৪ জন চোরকে আটক করা হয়েছে। বেশ কয়েক দিন ধরে শ্রীকোল ইউনিয়ন সহ জেলার অন্যান্য জায়গা থেকে অটো চুরি করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। নিঃস্ব করে দিয়েছে অনেক অসহায় পরিবার কে। আটককৃত চারজন হলো ইমরান জোয়াদ্দার ও আকিদুল বিশ্বাস উভয়ের গ্রাম আমতৈল এবং লিটন বিশ্বাস ও হাশেমের বাড়ি হাট শ্রীকোল আর দারইপোল।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সুকদেব রায় বলেন, পুলিশ প্রশাসনের অক্লান্ত পরিশ্রমে অটোসহ চোর ধরতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, শ্রীপুর থানার আওতাধীন সমস্ত মাদকদ্রব্য চোরাচালান কারীদের বিরুদ্ধে পুলিশ রুখে দাঁড়াবে।এদের কোন রকম ছাড় দেয়া হবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।