মোঃ আলমগীর হোসেন,মাটিরাঙ্গাঃ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অবৈধ কাঠ ও কাঠ পাচারকারী সহ একটি ট্রাক আটক করেছে মাটিরাঙ্গা সেনাবাহিনী। মাটিরাঙ্গায় প্রতিনিয়ত অবৈধভাবে বন উজার করে কাঠ পাচার হয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে, গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনী প্রতিনিয়ত অবৈধ কাঠ উদ্ধার অভিযানে নিয়োজিত আছে। এরই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাকগাড়ীসহ অবৈধ সেগুন কাঠ ও পাচারকারীকে আটক করেছে মাটিরাঙ্গা সেনাবাহিনী।
১৮আগস্ট বুধবার দুপুরের দিকে খাগড়াছড়ি থেকে আসা অবৈধ সেগুন কাঠ বহনকৃত একটি ট্রাকগাড়ী সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন সদর অতিক্রম করার সময় ডিউটিরত সেনা সদস্য ট্রাক গাড়ীটিকে দাঁড়ানোর সংকেত দিলে ট্রাক চালক সংকেত উপেক্ষা করে বেপরোয়াভাবে ট্রাকগাড়ী চালিয়ে জোন সদরের আরপি গেট অতিক্রম করে চলে যায়। জোন সদরের গেটে অবস্থানরত একটি পেট্রোল দ্রুত ধাওয়া করে উক্ত ট্রাকগাড়ী সহ জহুরুল ইসলাম (৪৪) নামক এক কাঠ পাচারকারীকে রসুলপুর এলাকা হতে আটক করে সেনাবাহিনী। পরে, মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠ সহ ট্রাকটি জব্দ করে।
আটককৃত কাঠের পরিমাণ প্রায় ১৯৪.৮৭ সিএফটি যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা হতে পারে বলে জানায় মাটিরাঙ্গা ফরেস্ট অফিসার। রাজস্ব ফাঁকি দেওয়া এ সকল অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান মাটিরাঙ্গা সেনা জোন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।