রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার (৩০ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিএমপির বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হবে। অভিযানের সময় ৮ হাজার ৩১৫ পিস ইয়াবা, ৪৯২ গ্রাম হেরোইন, ১ কেজি ১৩০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল, ইঞ্জেকশন জব্দ করা হয়। এসব বিষয়ে পৃথক থানায় মামলা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।