মিঠাপুকুরে এলাকাবাসীর হাতে আপত্তিকর অবস্থায় প্রেমিক প্রেমিকা আটক

রংপুরের মিঠাপুকুরে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে এলাকাবাসী।

বুধবার দিবাগত রাতে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের চাঁনটারী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালুয়া মাসিমপুর ইউনিয়নের চাঁনটারী গ্রামের নবম শ্রেণীর ছাত্রী সাবানার (ছদ্বনাম) সাথে একই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে এইচএসসি প্রথমবর্ষের ছাত্র মুন্না মিয়ার প্রেমের সম্পর্ক চলছিল।

প্রেমিকার ডাকে সাঁড়া দিয়ে বুধবার দিবাগত রাতে প্রেমিক মুন্না মিয়া তার বাড়িতে যান। গ্রীল না থাকার সুযোগে জানালা দিয়ে প্রেমিকার ঘরে প্রবেশ করে মুন্না মিয়া। টের পেয়ে ওই প্রেমিক-প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী।

পরদিন আজ বৃহস্পতিবার ৪ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে এলাকায় গুঞ্জন চলছে।

বিয়ের বিষয়ে জানতে ওই প্রেমিক-প্রেমিকার অভিভাবকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয় কাজি আব্দুল হান্নান ও তার সহযোগী কাজি সোহেল মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

বালুয়া মাসিমপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদদাতাঃ এ.কে জামান

মিঠাপুকুর, রংপুর।