![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/04/dkkg-e1618937558754.jpg)
নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন (পিপিএম-বার) এর সার্বিক দিকনির্দেশনায়, মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক মামুনের নেতৃত্বে, মুন্সিগঞ্জ ডিবি পুলিশের টিম গত (১৯ এপ্রিল) সোমবার সন্ধ্যা, ০৬.০৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ সদর থানাধীন নুরাই তলি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাইয়া আসামি১। আওলাদ মাদবর (৫৫) পিতা-মৃত মিসির আলী মাদবর থানা ও জেলা মুন্সিগঞ্জ এর বসতবাড়িতে একটি রুমের মধ্যে থেকে ৩৩০০০০(তিন লক্ষ তিরিশ ) হাজার মিটার সরকার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য০৬ লক্ষ ৬০ হাজার টাকা। উক্ত অভিযানে মুন্সিগঞ্জ ডিবি পুলিশের সাথে মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক মামুন জানান এই ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।