জেমস আব্দুর রহিম রানা: যশোরের বেনাপোল সীমান্তে ৪ কেজি গাঁজা সহ কুদ্দুস আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ নভেম্বর) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক কুদ্দুস বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া (পশ্চিমপাড়া) গ্রামের জুব্বার আলীর ছেলে। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সংঙ্গীয় অফিসার ফোর্স সহ বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামস্থ আসামী কুদ্দুসের নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির মুরগির ঘরের মধ্যে হতে ৪ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।