যশোরের চৌগাছা ইউনিয়ন আওয়ামীলীগের প্রার্থী আবুল কাশেমের প্রাইভেটকার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে বোমা হামলায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। প্রার্থী আবুল কাশেম মুঠোফোনে জানান, তার কর্মী সমার্থক নিয়ে বেড়গোবিন্দপুর গ্রামে রাত ৯ টার দিকে গণসংযোগে যান।
সেখানে গ্রামের ভোটারদের সাথে কথাবার্তা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হন। কুঠিপাড়া মোড়ে পৌঁছালে কিছু কর্মীকে বিদায় জানাতে প্রাইভেট কারটি থামান। রাত প্রায় ১১টার দিকে চৌগাছা বাজারস্থ পুরাতন গরুহাট সংলগ্ন বাসায় প্রবেশের পর গাড়ী থেকে নেমে গেট পার হওয়া মাত্রই গাড়ী লক্ষ্য করে কে বা কারা বোমা নিক্ষেপ করে। বোমা হামলায় কেউ হতাহত হয়নি। বিষয়টি থানা পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে থানার ওসিসহ পুলিশ ফোর্স আসে। তিনি বলেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই বোমা হামলা চালানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের ০১৩২০১৪৩২৮৪ নাম্বারে বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে ওসি উপস্থিত হয়ে বোমার আলামত পাননি বলে একাধিক সূত্র জানিয়েছে। ওই সময় তিনি মন্তব্য করেন এটি কোন বোমা নয়, বিশেষ বাজি বা অন্যকোন বিস্ফোরক দ্রব্য হতে পারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।