যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের টেঙ্গরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও পুলিশ সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই নিহত হয় মৃত আব্দুর রহমানের ছেলে আয়ুব হোসেন। আহত হয় ছোট ছেলে ইউনুচ আলী এবং নিহত আয়ূবের ছেলে রনি (৩০)।
আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে ইউনুচ আলী মারা যায় এবং রনিকে উপজেলা সরকারি হাসপাতালে নিলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল কদর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি কে বা কারা বাড়ির ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়েছে। কিন্তু কী কারণে এ ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে একটি সূত্র জানিয়েছে, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে।
চৌগাছা থানার এএসআই কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।