যুবলীগের সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুবলীগের ২ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছাত্রদলের ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের টুইন টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে যুবলীগের সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছে। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সমাবেশ চলাকালে ওই স্থান দিয়ে ছাত্রদলের নতুন কমিটির একটি মিছিল যাচ্ছিল উল্লেখ করে ওসি বলেন, যুবলীগ নেতাদের ধারণা- ছাত্রদলের মিছিল থেকেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ককটেল বিস্ফোরণ ছাড়াও যুবলীগের মঞ্চ ভাঙচুর ও সংগঠনের কয়েকজনকে মারধর করারও অভিযোগ উঠেছে।

আটক ছাত্রদলের ৩ নেতাকর্মীকে পুলিশ থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মাজহারুল।