রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও বেগুনবাড়ি এলাকায় মুক্তা (২৬) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর স্বামী ফরিদপুর মেডিকেল কলেজের টেকশিয়ান হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনায় নারীর দুই শিশু সন্তানকে মুখে স্কচটেপ পেচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে যায় পুলিশ। তবে কিভাবে নারীকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে পৌঁছালে কিভাবে হত্যা করা হয়েছে সে সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, নিহত নারীর স্বামী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ান হিসেবে আছেন। তিনি সন্তানদের নিয়ে ঢাকায় থাকতেন।

নিহতের পিঠে ও মাথায় গুরুতর জখম-আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উদ্ধারকৃত দুই শিশুর বয়স ৫ ও ১ বছর। হত্যাকাণ্ডের সময় দুই শিশুকে মুখে স্কচটেপ পেঁচানো ছিল।

 

 

কলমকথা/ বিথী