রাজধানীর কদমতলীতে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। সোমবার রাতে নতুন শ্যামপুর আলমবাগ এলাকার ১৪০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শিরিন আক্তার (৩৫)। এ ঘটনায় রিকশাচালক স্বামী ওয়াসিমকে পুলিশ আটক করেছে। কদমতলী থানার ওসি প্রলয় কুমার জানান, পারিবারিক কলহের জের ধরে ওয়াসিম তার স্ত্রী শিরিনকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা দ্রুত তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই ওয়াসিমকে আটক করেছে পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।