রাজধানীর তুরাগ এলাকায় গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভাটুলিয়া দোতলা মসজিদ রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। খবর ডিএমপি নিউজের।
গ্রেফতার দুজন হলেন- মিনারা ও ফরিদা আক্তার। তুরাগ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, দুজন নারী ভাটুলিয়া দোতলা মসজিদ রোডের একটি বাড়ির সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে বলে তথ্য পাই। পরে সেখানে অভিযান চালায় থানার একটি টিম।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। গ্রেফতার দুজনের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।