বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা হতে হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক ।

র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্প এবং র‍্যাব সদর দপ্তর এর গোয়েন্দা বিভাগ যৌথভাবে ১৩/০৯/২০২১ইং তারিখ দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী কুষ্টিয়া টু রাজবাড়ী রেলপথ ব্যবহার করে রেল যোগে মাদক দ্রব্য হেরোইন এর চালান নিয়ে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে রওনা করেছে।

উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ তহিদুল ইসলাম(৫৯), পিতা-মৃত বজলার রহমান, সাং-তেরখাদিয়া, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহীকে আটক করেন। এ
সময় তার নিকট হতে ২১৫ (দুইশত পনের) গ্রাম হেরোইন ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে
ব্যবহৃত ০২টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন এবং নগদ ২,৫০০/- টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আসামীর স্বীকারোক্তি থেকে জানা যায় সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া টু রাজবাড়ী রেলপথ ব্যবহার করে উক্ত মাদক দ্রব্য হেরোইন রাজবাড়ী জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে
রাজাবাড়ী জেলার রাজবাড়ী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।