মনির খান স্টাফ রিপোর্টার :নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে প্রচার প্রচারণার মধ্যে দিয়ে লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান এর বসুপটির ও বাহির পাড়ার নির্বাচনী অফিস ভাংচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে জানা যায় গত শুক্রবার গভীর রাতে কাশিপুর ইউনিয়নের বসুপটি ও বাহির পাড়া গ্রামের ২ টি নৌকার প্রতীকের অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় খবর পেয়ে সরেজমিনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান ঘটনা স্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পেয়ে লোহাগড়া থানা পুলিশ কে জানান।
লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান কে অফিস ভাংচুর হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার নৌকার অফিস ভাংচুর হয়েছে, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ছবি, নৌকার ব্যানার, নৌকার পোস্টার ছিঁড়ে ও পুড়িয়ে দিয়েছে। এর পূর্বে আলী মেম্বার , স্বপন,মনি মিয়া আরো অনেকে বাহির পাড়া নৌকার নির্বাচনের অফিস স্থাপন করতে বাধা সৃষ্টি করেছিলেন, সম্ভবত তাহারাই আমার অফিস ভাঙচুর ও পুড়িয়ে দিয়েছে।
চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে দলীয় নমিনেশন নৌকা প্রতীক দিয়েছেন,আর সেই নৌকার অফিস ভাংচুর করেছে ও ছবি ব্যানার, পোস্টার পুড়িয়ে দিয়েছে । তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানান দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
কাশিপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আরজুর সাথে নৌকার অফিস ভাংচুর ও পুড়ানো সম্পর্কে কথা হলে তিনি বলেন আমি স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা নিয়ে নির্বাচন করিতেছি, কিন্তু ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা টি কে বা কাহারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তবে আমার আনারস মার্কার কোন লোক এমন ধরনের জঘন্য কাজ করতে পারে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।