মনির খান স্টাফ,রিপোর্টার: নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর গ্রামের মৃত্যু মোঃ আব্দুর শুকুর শেখ এর মেয়ে রাশিদা বেগম সুখের সংসার করার লক্ষ্যে এক লম্পট এর ফাঁদে পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই লম্পটের নাম শাহাজাহান কাজী বাড়ি ভাংগা ফরিদপুর রাশিদা ও শাহাজাহান ২ জন মিলে লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে চায়ের দোকানদারি করে ভালোই চলছিল তাদের সংসার। এক বছর দাম্পত্য জীবনের মধ্যে ২/৩ টি এনজিও থেকে স্ত্রীকে দিয়ে শাহাজাহান কাজী প্রায় ২ লক্ষ টাকার ঊর্ধ্বে ঋণ গ্রহণ করান। গত ০৯/১০/২০২১ তারিখে হঠাৎ লক্ষীপাশা থেকে শাহাজাহান কাজী লাপাত্তা হয়ে যায়। দিশেহারা হয়ে পড়ে ওই অসহায় দম্পতি রাশিদা বেগম। রাশিদা বেগম বলেন আমি কেমন করে কিস্তির টাকা পরিশোধ করবো?
রাশিদা বেগম আরো বলেন আমি তো তাকে বিশ্বাস করে বিবাহ করেছিলাম। শাহজাহান কাজী লক্ষীপাশা এলাকায় প্রায় ২২ বৎসর যাবৎ এসেছে এবং সে চায়ের দোকানদারি করে সংসার চালাতো। রাশিদা বেগম তার স্বামীকে ফিরে পেতে চায়, এবং তার এনজিও থেকে যে ঋণ গ্রহণ করেছে সেটা এক সাথে থেকে পরিশোধ করতে চান।
যদি আমাকে নিয়ে সংসার না করতে চায় তাহলে আমাকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে যে ঋণ গ্রহণ করাইয়া ছিলেন সেটা পরিশোধ করে দিক এবং আমার দেনমোহরের টাকা পরিশোধ করে দিক। পরিশেষে রাশিদা বেগম বলেন আমার স্বামীর সন্ধ্যান যে পাবেন একটু দয়া করে আমার এই নাম্বারে ফোন দিলে আমি ভীষণ ভাবে উপকৃত হবো। আমার বড় ভাইয়ের ফোন নং 01950354473
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।