মনির খান, বিশেষ প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্ৰাম ইউনিয়নের আড়পাড়া গ্ৰামের সালন জমাদার এর ছেলে দিন মুজরী হোসেন জমাদার কে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে প্রতিবেশি লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্ৰামের জাকির হোসেন এর ছেলে ওয়ালিদ, শরীফুল মোল্লার ছেলে রাব্বি, মুনজুল জমাদার এর ছেলে সুইট জমাদার লুতফুর জমাদার এর ছেলে আমিনুর জমাদার সর্ব সাং আড়পাড়া, থানা লোহাগড়া জেলা নড়াইল। সহ আরো ৮/১০ জন মিলে উক্ত মারপিটের ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়।

হোসেন জমাদার মানিকগন্জ বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে আড়পাড়া স্কুলের পাশে পূর্বে থেকে উতপেতে থাকা সন্ত্রাসী বাহিনীর সংঘ বদ্ধ চক্র
লোহার রড,সাবল,ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে ফেলে যায়।

হোসেন জমাদারের ডাক চিতকার শুনে এলাকার মানুষ এসে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা ২৫০ সজ্যা হাসপাতালে রেফার্ড করেন।

এবং আরো জানা যায়, উক্ত ঘটনা টি মূলত:পূর্বের গ্ৰাম্য দলাদলি সহ নির্বাচন কে কেন্দ্র করে। হোসেন জমাদার কে হত্যা করার উদ্দেশ্যে ৮/১০ জন মিলে ঘটনাটি ঘটিয়েছে বলে জানান তার পরিবার।

সন্ত্রাস বাহিনী ২৯ মার্চ মংগল বার আনুমানিক রাত ,৮ টা ৩০ মিনিটের সময় উক্ত ঘটনাটি ঘটে।

আহত হোসেন জমাদার বলেন আমি একজন দিন মুজরী দিন আনি দিন খাই।আমরা আওয়ামী লীগ পরিবার ছেলে। আমি মানিক গনজ বাজার থেকে চা খেয়ে বাড়িতে যাওয়ার সময় আড়পাড়া স্কুলের সামনে পৌঁছালে আমার উপর অতর্কিত হামলা টি চালায়। এলাকাবাসীগন বলেন, হোসেন জমাদার এর
চেচামেচিতে আমরা স্থানীয় লোকজন উপস্থিত হলে সন্ত্রাসী বাহিনী দৌড়ে পালিয়ে যায়।

হোসেন জমাদারের মারধরের বিষয় নিয়ে
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,তার পায়ে,হাতে মাথায় সহ শরিলের বিভিন্ন জায়গায় হাড় ভাঙ্গা জখম ও আঘাতের চিহ্ন রয়েছে।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাতপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।