রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর সদর উপজেলার হাওরা আমতলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরধরে দু পক্ষের সংঘর্ষে নাজিমুল ইসলাম বদন (৬০) নামের এক কৃষক খুন হয়েছে। এসময় তার ছেলে মোশারফ ও ভাগিনা মনির আহত হয়ে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, শেরপুর সদর উপজেলার হাওরা আমতলার কৃষক নাজিমুল ইসলাম বদনের সাথে পাশ্ববর্তী তোরমান আলী, হুরমান ও লুকমান গংদের একটি জমির সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জেরধরে ১১জুন সকাল ৯টার দিকে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষ কোরবানদের হামলায় ঘনাস্থলেই নাজিমুল ইসলাম বদনের মৃত্যু হয়। আহত হয় ছেলে মোশারফ ও ভাগিনা মনির। পরে তাদেরকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৯জনকে আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ জানান, আমরা ঘটনা শুনার সাথে সাথে ব্যবস্থা গ্রহন করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।