সাতক্ষীরায় মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাসটার্মিনালে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে।

এদিকে সংঘর্র্ষের পর থেকে ৩ ঘণ্টা বন্ধ ছিল সাতক্ষীরার সঙ্গে ৬ রুটে বাস চলাচল।

রোববার (৩ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, সংঘর্ষের পর বাস টার্মিনালের পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। বাস চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। দুই গ্রুপের হামলা পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষে কয়েকজন আহত হয়েছেন।