মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ মেলান্দহ ফায়ার সার্ভিস রোড ও মহিলা কারিগরি কলেজের পাশে মালবোঝাই এক নছিমন গাড়ীর উল্টে রাস্তা থেকে ক্ষেতে পরে যায়। এতে দুইজন আহত! এক জনের অবস্থা আংশকাজনক তাকে জামালপুরে হসপিটালে চিকিৎসাার জন্য পাঠানো হয়েছে ।
হসপিটালে রোগির নাম ঠিকানা জন্য দৈনিক সংবাদ মেলান্দহ প্রতিনিধি মোঃ ছামিউল ইসলাম মেলান্দহ ফায়ার সার্ভিস এই নাম্বারে ০১৭১৩৫৬৪৭২০ থেকে এই ০১৭৬৮৫৮৭৩৭৩ ফোন দিলে তিনি রাজনকে ফোন দিতে বলেন তারপর ছামিউল এর এই নাম্বার ০১৭১৩-৫৬৪৭২০ থেকে রাজনের এই নাম্বারে ০১৯১১১২৯৫৭৭ ফোন দিলে তিনি বলেন একটু পরে জানাচ্ছি কিছুক্ষন পরে ০১৯১১১২৯৫৭৭ নাম্বার থেকে ০১৭১৩ ৫৬৪৭২০ রে বলে বাড়ি কোথায়, আমি বলি ঝাউগড়া ছামিউল ইসলাম সাংবাদিকতা ছেড়ে দেওনাই। চাঁদাবাজি করো। হাত কেটে ফেলমু বলে হুমকি দিয়েছেন।
সাংবাদিককে হাত কেটে ফেলার হুমকি দেয়াতে সাংবাদিক মহলের মধ্য ক্ষোপ বিরাজ করছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভীতিগ্রস্ত সাংবাদিক পরিবার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।