ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায়
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের শেখ বেল্লাল হোসেনের ছেলে মাদ্রাসা ছাত্র রাসেলকে গ্রেফতার করেছে চিতলমারী থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় গ্রেফতারকৃত রাসেলকে বাগেরহাট জেল হাজতে প্রেরন করেছে।রাসেল বারাশিয়া কওমিয়া মাদ্রাসার ছাত্র।
সম্প্রতি রাসেল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি ও আপত্তিকর পোষ্ট দেয়। স্থানীয় ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ হায়দার আলীর দৃষ্টি গোচর হলে তিনি চিতলমারী থানায় ডিজিটাল তথ্য নিরাপত্তা আইনে মামলা করেন।মামলা নং ৬।
চিতলমারী থানার কর্মকর্তা (ওসি) এ,এইচ,এম কামরুজ্জামান জানান, গোপন সংবাদে আমরা তাকে ডিজিটাল তথ্য নিরাপত্তা আইনে গ্রেফতার করে বাগেরহাট জেল হাজতে প্রেরন করেছি।