![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2020/12/received_739877126943222.jpeg)
- সিএমপির আকবরশাহ থানার অভিযানে বিদেশী পিস্তল সহ গ্রেফতার ১
একেএম টি ইসলাম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি-
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) জনাব মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ আমিনুল হক, এসআই(নিঃ)/আবদুল মোমিন, এএসআই(নিঃ)/নিখিল চন্দ্র দাশ, এএসআই(নিঃ)/নাসির উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৪/১২/২০২০খ্রিঃ রাত আনুমানিক ০৪:৩৫ ঘটিকায় চট্টগ্রামের আকবরশাহ থানাধীন সুপারি বাগান ১০ নম্বর সমাজ, বায়তুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলি, ০১টি দেশীয় তৈরী এলজি ও ০২টি কার্তুজ সহ মোঃ আজি উল্ল্যাহ @ রানা (৩২)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মোঃ আজি উল্ল্যাহ @ রানা এর বিরুদ্ধে আকবরশাহ্, সীতাকুন্ড ও বায়েজীদ বোস্তামী থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।