মোঃ শাহিন আলম,সিরাজগঞ্জ জেলা রিপোর্টার: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১২), প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অবলম্বন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির একটি চৌকস অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার (০৫ আগস্ট,২০২১) সকাল ১০:৩০ ঘটিকার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয় দুই মাদক কারবারিকে। এ অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৪ কেজি গাজাঁ।আটককৃতরা হলো- রংপুরের কোতয়ালী থানার শান্তিপাক পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে রোকন মিয়া (২৩) ও দিনাজপুরের ফুলবাড়ি থানার কুরুশা ফেরুশা পশ্চিমপাড়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে আব্দুল মান্নান (৫১)। অভিযান চলাকালে মাদক পরিবহনকৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মি. জন রানা জানান,গত বৃহস্পতিবার গভীর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া শিকার এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা গামী একটি ট্রাকে তল্লাশী করে ২৪ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য থাকা ১ লাখ ৬৮ হাজার টাকা, ব্যবহৃত ট্রাক ঢাকা মেট্রো-ড-১১-৬৫৪৬ জব্দ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।