আরিফুল ইসলাম,হরিণাকুণ্ড প্রতিনিধি: ঝিনাইদহে হরিণাকুণ্ডতে মানসিক প্রতিবন্ধী আঃ মান্নান (৩৫) নামে এক নাতির হাতে রুশিয়া বেগম (৮৫) নামে এক বৃদ্ধ দাদি খুন হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) রাত ২ টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের বলরামপুর গ্রামের মাঠ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রুশিয়া বেগম ওই এলাকার মৃত মনির উদ্দীনের স্ত্রী। ঘাতক মান্নানের বাবার নাম ফজলুর রহমান।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,মান্নান একজন মানসিক প্রতিবন্ধী।গত বৃহস্পতিবার রাত অনুমানিক ১০ টার দিকে তিনি পাগলামি শুরু করে এবং দা,লাটি, হাতুড়ি, রাজমিস্ত্রির কাজ করার ব্যবহৃত কুন্নি নিয়ে বাড়ির সকলকে মারতে তাড়াকরে। ওই সময় বাড়ির সকলেই বাড়ি থেকে দূরে চলে যায়।পরবর্তীতে শুক্রবার ৩ মার্চ রাত অনুমানিক ২ টার দিকে মান্নানের দাদী মোছাঃ রুশিয়া বেগম বাড়িতে  ফিরে আসার সাথে সাথে মান্নান তার হাতে থাকা হাতুড়ি,প্লাস এবং রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত কুননি দিয়ে রুশিয়া বেগমের মাথায় উপর্যপুরি  আঘাত করে।অতিরিক্ত আঘাতের ফলে মাথায় রক্তক্ষরণ হয়ে রুশিয়া বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে গ্রামবাসীরা মান্নানকে আম গাছের সঙ্গে বেধে রেখে থানা পুলিশকে খবর দেয়।
হরিণাকুণ্ডু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান,সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
সে মানসিক প্রতিবন্ধী বলে দাবি পরিবারের। তবে সে আসলেই মানসিক প্রতিবন্ধী কি না তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।