রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা ব্যাঙডেবা গ্রামের হেডম্যান আলী আহমদকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানিয়েছে, ৩০ জনের অধিক একদল ডাকাতদল আলী আহমদের ব্যাঙডেবাস্থ বাড়িতে প্রবেশ করে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। রামু থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

জানা গেছে- নিহত হেডম্যান আলী আহমদ দীর্ঘদিন বন রক্ষায় অসামান্য অবদান রেখে আসছিলেন। তিনি ৬ সন্তানের জনক। আলী আহমদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

বি/ সুলতানা