চট্টগ্রামের বোয়ালখালীর হেফজখানায় মাদ্রাসা ছাত্র ইফতেখার মালিকুল মাশফিক (৯) কে গলাকেটে খুনের ঘটনায় শিক্ষক জাফর আহমেদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠালো হয়। বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ইফতেখার মালিকুল মাশফি হত্যা মামলায় মাদ্রাসা শিক্ষক আমরা জাফর আহমেদকে গ্রেফতার করেছি।

আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এরআগে, শনিবার রাতে নিহতের মামা মাসুদ খান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।উল্লেখ্য, শনিবার সকালে বোয়াখালীর পশ্চিম চরণদ্বীপ হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানায় স্টোর রুম থেকে মাদ্রাসা ছাত্র ইফতেখার মালিকুল মাশফিকের কম্বল মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।