বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রাম থেকে ১শ’ বোতল ফেন্সিডিল সহ মনিরুল ইসলাম (১৯) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
আসামী মনিরুল ঐ একই ইউনিয়নের বারোপোতা কৃষ্ণপুর গ্রামের শরবত আলীর ছেলে। বেনাপোল পোর্টথানা সুত্রে জানা যায়,মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আসামী মনিরুল কে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর,এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ১শ’ বোতল ফেন্সিডিল সহ মনিরুল কে গ্রেফতার করা হয়।
আসামী মনিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে ফেন্সিডিল সহ তাকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।