যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৫ কেজি গাঁজাসহ লিয়াকত আলী (৩২) ও মো. রাকিব নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে বেনাপোল পোর্ট থানার পুলিশ ধান্যখোলা গ্রামের বাড়ি থেকে তাদের আটক করে। যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন খবরের ভিত্তিতে লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে সাত কেজি এবং একই গ্রামের রাকিবের বাড়ির ধানের গোলার মধ্যে থেকে আট কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। জব্দ করা গাঁজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।