গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়ন থেকে থেকে মৃনাল চন্দ্র দাস (২৪) ও সুমন চন্দ্র দাস (২৩) নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃস্পতিবার (১২ আগস্ট) সকালে ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুরের মাঝিপাড়ায় একটি আমগাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা, তাদের দুজনকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

মৃত মৃনাল চন্দ্র দাস (২৪) সদর উপেজলার চুনিয়াকান্দি গ্রামের রাম চন্দ্র দাসের ছেলে এবং সুমন চন্দ্র দাস (২৩) পাঠানপাড়া (মাঝিপাড়া) গ্রামের মিঠা চন্দ্র দাসের ছেলে। তারা দুজনই পেশায় জেলে। মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, তিনদিন আগে সুমন চন্দ্র দাস তার বন্ধু মৃণালকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। পরদিন জানা যায় তারা ঢাকায় না গিয়ে পাশের জেলা লালমনিরহাটে গেছে

বৃহস্পতিবার সকালে গাইবান্ধার সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম পেয়াপুর মাঝিপাড়ার একটি আম গাছে এক রশিতে দুজনের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহের পাশে তিন ব্যক্তির ছবি, ছুড়ি ও তাদের ব্যবহৃত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাসুদার রহমান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর থেকে ক্রাইমসিন দল এসে কাজ করছে। নিহতদের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।