চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানার মামলা নং-১১, তারিখ-১৩/০৭/২০২২ ইং, ধারা- ৪১৩ দঃ বিঃ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম এর ডবলমুরিং মডেল থানার এসআই/আহলাদ ইবনে জামিল সঙ্গীয় অফিসার সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ধর্মপুর এলাকা হতে আসামী মোহাম্মদ আফছার উদ্দিন প্রঃ আকাশ (২৪) কে গ্রেফতার করেন এবং নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন পশ্চিম চরজব্বরস্থ কাঞ্চন বাজারের পাশে খালি জায়গা হতে ডবলমুরিং মডেল থানার মামলা নং-০৯, তারিখ-১২/০৭/২০২২ইং, ধারা-৩৭৯ পেনাল কোড এর চোরাই মোটর সাইকেল Honda CBTrigger উদ্ধার করেন। পরবর্তীতে আসামীর প্রদত্ত তথ্যের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাধীন মিস্ত্রিপাড়াস্থ লাল মসজিদের পাশের গলিতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ সুমন (২৪) ও মোঃ আসিফ প্রঃ শান্ত (১৯) দ্বয়কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ১। ০১টি Pulser মডেলের মোটর সাইকেল, ২। ০১টি Hero Honda CBZ মডেলের মোটর সাইকেল, ৩। ০১টি Walton Fusion মডেলের মোটর সাইকেল উদ্ধার করেন। তারা পেশাদার মোটর সাইকেল চোর। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা হতে নিয়মিত মোটর সাইকেল চুরি করে নোয়াখালী নিয়ে বিক্রি করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ-
১। (A3NLT) মোহাম্মদ আফছার উদ্দিন প্রঃ আকাশ (২৪), পিতা- মোঃ নাছির উদ্দিন, মাতা- সেতারা বেগম, সাং- সোনাপুর, ৭নং ধর্মপুর ইউনিয়ন, মাধু মিয়ার বাড়ী, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, বর্তমানে- ভুমি অফিসের বিল্ডিংয়ের ৪র্থ তলা, সিএন্ডবি বালুর টাল, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
২। (A3NH4) মোঃ সুমন (২৪), পিতা- মোঃ বাবুল, মাতা- মাহিনুর বেগম, সাং- রামগতি বাজার, থানা-রামগতি, জেলা-নোয়াখালী, বর্তমানে- ভুমি অফিসের বিল্ডিংয়ের ৪র্থ তলা, সিএন্ডবি বালুর টাল, থানা- চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
৩। (A3NHD) মোঃ আসিফ প্রঃ শান্ত (১৯), পিতা- মোঃ আব্দুস সামাদ, মাতা- আকলিমা বেগম, সাং- সোনাপুর, ৭নং ধর্মপুর ইউনিয়ন, মাধু মিয়ার বাড়ী, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, বর্তমানে- ভুমি অফিসের বিল্ডিংয়ের ৪র্থ তলা, সিএন্ডবি বালুর টাল, থানা- চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।
পলাতক আসামীদের নাম-ঠিকানাঃ-
১। (A3NE1) শাহদাত (২৪), পিতা-অজ্ঞাত, সাং- চৌমুহনী, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, বর্তমানে- মিস্ত্রিপাড়া, ছালেহ আহম্মদ এর বাড়ী, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম।
২। (A3NE6) সাইফুদ্দিন রাজু (২৬), পিতা-অজ্ঞাত, সাং- ধর্মপুর, ৭নং ধর্মপুর ইউনিয়ন, মাধু মিয়ার বাড়ী, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, বর্তমানে- মিস্ত্রিপাড়া, ছালেহ আহম্মদ এর বাড়ী, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম।
উদ্ধারকৃত আলামতঃ
১। Honda CBTrigger মডেলের মোটর সাইকেল, যার ইঞ্জিন নং- KC19E85001292, চেসিস নং- PS0KC1990FH500791.
২। ০১টি Pulser মডেলের মোটর সাইকেল, যার ইঞ্জিন নং- DH2WFJ03868, চেসিস নং- MD2A11C26FWJ86385.
৩। ০১টি Hero Honda CBZ মডেলের মোটর সাইকেল, যার চেসিস নং- MBLKC12EC8GM02769, ইঞ্জিন নং- KC12EBBGM02651
৪। ০১টিU Walton Fusion মডেলের মোটর সাইকেল, যার চেসিস নং- WBFU12514F10116, ইঞ্জিন নং- 156FM114FU10116
অভিযানে অংশগ্রহণকৃত অফিসারের নামঃ
১। মোঃ সাখাওয়াৎ হোসেন, অফিসার ইনচার্জ, ২। এসআই/নিপু বিশ্বাস, অপারেশন অফিসার, ৩। এসআই/আহলাদ ইবনে জামিল, ৪। এএসআই/প্লাবন মজুমদার, ৫। এএসআই/শাহাদাত হোসেন।