বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর পর্যন্ত পৃথক অভিযানে বেনাপোলের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত অলিয়ার রহমানের ছেলে সোহাগ আলী (২০), ভবেরবেড় গ্রামের রাজু আহম্মেদের ছেলে মানিক (২৫), গাতিপাড়া গ্রামের খুসতারের ছেলে লাল্টু হোসেন (১৯), পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে শহিদুল্লা (২৪), ভবেরবেড় গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে সুমন (২২), ভবেরবেড় গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে আবুল বাশার (৪৫), ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের রুস্তম হোসেনের ছেলে জুলু(২৪), এবং মাদক মামলায় ৪০০ গ্রাম গাজা সহ আসামী রফিকুল ইসলাম (৪৫), পিতা-মৃত রবিউল হোসেন,গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আশরাফুল (২৬) বড় আঁচড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সফি (৩৫) সর্ব থানা-বেনাপোল পোর্ট।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।