তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদির এলাকা থেকে ১২৯৫ পিস ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করেছে ফরিদপুর র্যাব ৮ এর একটি দল। এ ঘটনায় জয়নগর পুলিশ ফাড়ির এসআই সুব্রত বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৫।
থানা সূত্রে জানা যায়, রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাদিরদী গ্রামের ফকির পাড়া মো. মুন্নু ফকিরের বসত বাড়িতে অভিযান চালায় র্যাব ।
এ সময় কাদিরদী গ্রামের মুন্নু ফকিরের ছেলে রাব্বি ফকিরকে (১৯) ও শিবপুর গ্রামের মো. রবিউল ইসলামকে (২৯) আটক করে। আটকের পর তাদের কাছ থেকে ১২৯৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, দুই মাদক ব্যবসায়ীর নামে মামলা হয়েছে। আসামিদের সোমবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।