রাজধানীর রামপুরা টিভি সেন্টারের পাশে কুঞ্জবন এলাকায় ঝুমু (৫) নামে পাঁচ বছরের এক শিশুকে বালিশ চাপায়া হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
আজ রোববার (৭ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর মামা জামাল হোসেন জানান,তার বোন শম্পা প্রায় তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছে।
শম্পার স্বামী সাভারে একটি কোম্পানিতে চাকরি করেন। কিছুদিন আগে সে সাভারে ছিল। মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় তাকে গ্রামের বাড়ি শরীয়তপুর ভেদরগঞ্জ পাঠানো হয়। সম্প্রতি চিকিৎসার জন্য নিজের বাসায় বোনকে নিয়ে আসেন।
আজ বাসায় কেউ না থাকায় দুপুরের দিকে খালি বাসায় শিশু ঝুমুকে তার মা বালিশ চাপা দেয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর শম্পাকে বাসায় তালা দিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি। নিহত শিশু ঝুমুরের গ্রামের বাড়ি শরীয়তপুর। বাবার নাম জসিম উদ্দিন। রামপুরা থানা পুলিশ জানায় এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।