তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডপে বরাদ্দকৃত ২০০ বস্তা সরকারি চাল অন্যত্র পাচারের সময় আটক করা হয়। এ সময় এক নসিমন চালককে আটক করা হয়েছে।
বুধবার(৫ অক্টোবর)দিনগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে। আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছন। তিনি বলেন, আলফাডাঙ্গা উপজেলায় ৪৭টি মন্ডপে দূর্গা পূজা মন্ডপে বরাদ্দকৃত ২০০ বস্তা চালসহ সোহেল নামে এক নসিমন চালককে আটক করা হয়েছে।
আলফাডাঙ্গা থেকে অন্যত্র পাচারের উদ্দেশ্যে তিনটি নসিমন ভর্তি ২০০ বস্তা চালসহ নসিমন চালক সোহেলকে আটক করা হয়। এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।