এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
তবে, এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে এ স্বর্ণের চোরাচালানটি উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর রহমান জানান, ভারতে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার হবে, এমন গোপন খবরে দৌলতপুর সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।