কেশবপুর থানা পুলিশের অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন এর দিক-নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার পুলিশ উপপরিদর্শক লিখন কুমার সরকার, সহকারী পুলিশ উপপরিদর্শক কাজী রহমত আলী, অসীম রায়, ফিরোজ হোসেন, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনির সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি আলতাপোল গ্রামের লিয়াকত আলী গাজীর ছেলে ইজাজুল ইসলাম (৩৫), মির্জানগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ শফি (৪২), আব্দুল আজিজ (৪৫) একই গ্রামের শেখ হায়দার এর ছেলে মোঃ হাকিম (৫০) ও বেগমপুর গ্রামের আনছার আলী গাজীর ছেলে মোখলেসুর রহমান (৩০)।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, আদালতের ওয়ারেন্টভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।