তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের শেলাহাটি গ্রাম থেকে শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জুয়াড়ীকে আটক করেছে। এ সময় জুয়ার আসর থেকে ২৭১০ টাকা ও তিন বান্ডিল তাস জব্দ করেন।
জুয়াড়ুরা হলো, শেলাহাটি গ্রামের বাবু শেখ (২৭), ইনামুল হক (৪৫), মো. ইলিয়াস (৪০), সুমন শেখ (৪০), আনারুল শেখ (২২), সহিদুল ইসলাম (৪২), সাহিদুল শেখ (৪১)।
এসআই সরোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেলাহাটি গ্রামের ইলিয়াসের ঘরের মধ্যে তাস দিয়ে জুয়া খেলার সময় ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২৭১০ টাকা ও তিন বান্ডিল তাস জব্দ করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়ীকে আটক করে জুয়া আইনে রবিবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।