
টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা বড়িসহ ওমর ফারুক (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন বিজিবি সদস্যরা। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা। মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। আটক ফারুক আলীখালী এলাকার দুদু মিয়ার ছেলে। এ সময় অটোরিকশায় লুকানো ৮০ হাজার পিস ইয়াবাসহ চালককে আটক করে এবং অটোরিকশাটি জব্দ করা হয়। আইনি কার্যক্রম শেষে জব্দ মাদক ও সিএনজিসহ আটক যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।