তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের দৈত্বরকাঠি গ্রামে ক্লিডিংয়ের ছাদ থেকে তাস দিয়ে জুয়া খেলার সময় ৯ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। জুয়ার আসর থেকে তাস ও নগদ ২ হাজার ৬১০ টাকা উদ্ধার করে পুলিশ।
আটকৃতদের নামে এসআই মো. আরিফুল ইসলাম রানা বাদি হয়ে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩/৪ ধারায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাতে দৈত্বরকাঠি গ্রামের মো. ছিরু মিয়ার ব্লিডিংয়ে দৈত্বরকাঠি গ্রামের শামিম মিয়া (২৬), বাশার মোল্যা (৩৮),
খামারপাড়া গ্রামের কালাম মোল্যা (৩৬), রতনদিয়া গ্রামের গাউস ফকির (৩২), নাজমুল শেখ (২৮), নাসির শেখ (৩০), মিলন মল্লিক (২৬), লিটন শেখ (৩২), মধুখালী থানার পিছুলিয়া গ্রামের আকবর মোল্যা (৩০) তাস দিয়ে জুয়া খেলছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জুয়া খেলা অবস্থায় আটক করেন।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, রবিবার রাতে অভিযান চালিয়ে ঘোষপুর ইউনিয়ন থেকে ৯ জুয়াড়িকে আটক করে সোমবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।