বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী ক্লাসে পড়া না পারায় স্কেল দিয়ে পিটিয়ে আহত করেছে শ্রেণী শিক্ষক সুজন মন্ডল। আহত ওই শিক্ষার্থী আবির শীলকে (১১) গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থী আবির সহস্রাইল গ্রামের শীল পাড়ার অমল শিলের ছেলে।
আবির জানায়, মঙ্গলবার (২১ মার্চ) স্কুলে গেলে পড়া ধরেন শিক্ষক। ঠিকমত পড়া না দিতে পারলে তার হাতে থাকা স্কেল দিয়ে পিটিয়ে আহত করে। শরীরের বিভিন্ন জায়গায় ১১টি বাড়ি দেয়। পরে বাড়িতে গেলে চিকিৎসককে দেখিয়ে ওষুধ দেয়।
অভিযুক্ত ওই শিক্ষক সুজন মন্ডল বলেন, আবির ক্লাসে ঠিকমত পড়া দেয় না। কয়েকটা বাড়ি মেরেছি স্কেল দিয়ে। এ ভাবে যে দাগ হয়ে যাবে বুজতে পারিনি। পরে আমার খুব খারাপ লেগেছে। তবে আমি তার খোজ খবর নিয়েছি।
উপজেলা শিক্ষা অফিসার টিইও আবু আহাদ মিয়া বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি খোজ খবর নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।