অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে নবাবগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে
রাত্রি অনুমান ১ ঘটিকার সময় নবাবগঞ্জ থানার ৫ নং পুটিমারা ইউনিয়নের বুজরুক হরিনা গ্রামের মোঃ সৈয়দ আলীর ছেলে মোঃ এরশাদুলকে(৩৬) তার নিজ বসতবাড়ি হইতে ১১বোতল ফেন্সিডিল সহ আটক করেন।
গ্রেপ্তারকৃত আসামী একজন মাদক ব্যবসায়ী।গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসতবাড়ির দুই তলা বিশিষ্ট মাটির ঘরে দ্বিতীয় তলায় একটি প্লাস্টিকের ব্যাগে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামী মোঃ এরশাদুল(৩৬) নবাবগঞ্জ থানার পূর্বের একাধিক মামলার এজাহারভুক্ত আসামী।
গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হয়ে এসআই বিভূতি ভূষণ ব্রতী রায় এর অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করেন। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।