সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষক গোলবার হোসেনকে (৫০) নামে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের দেলোয়ার (৬০) ও তার ছেলে আলামিনের (২৮) বিরুদ্ধে।
বুধবার (২০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার আড়ংগাইল গ্রামে এ ঘটনা ঘটে। সরোজমিনে গিয়ে জানা যায়, নিহত গোলবার হোসেনের সাথে প্রতিবেশী দেলোয়ার হোসেন ও তার ছেলে আলামিনের দেনাপাওনা নিয়ে প্রায়ই জগরা ও কলহের সৃষ্টি হতো। সন্ধ্যার দিকে এরই জের ধরে আড়ংগাইল বাজারে গোলবার হোসেনের সঙ্গে দেলোয়ার হোসেন ও তার ছেলে আলামিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দেলোয়ার হোসেন ও তার ছেলে আলামিন লাঠি-সোঁটা দিয়ে গোলবার হোসেনেকে মারধর করে। তখন গোলবার হোসেনের ছেলে শাকিল (২৫) এগিয়ে আসলে তাকেও মারধর করে আহত করা হয় বলে জানায় স্থানীয়রা। তখন তাদের উদ্ধার করে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই গোলবার হোসেন মারা যায়।
এবিষয়ে তাড়াশ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। যেহেতু হত্যার অভিযোগ উঠেছে এজন্য মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।