নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান(আর্টিলারি) ও সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে,সোমবার (২৯ আগস্ট) সন্ধায় জয়পুরহাট জেলার সদর উপজেলার পৌর শহরের সার্কিট হাউজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত যৌতুক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুল হাকিম মন্ডল (৩৬) নামে একজনকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যা।
আটককৃত আসামী হলেন,জয়পুরহাট সদর উপজেলার চকদাদরা এলাকার মোঃ আবতাব হোসেনের ছেলে
মোঃ আব্দুল হাকিম মন্ডল।
র্যাব-৫ জয়পুুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটককের বিষয়টি নিশ্চিত কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান (আর্টিলারি)। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আটকের পর আটককৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।