সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের চাকলাপাড়ার মন্টু বসু সড়কে এ ঘটনা ঘটে।নিহত সুবির দাস চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে। ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবির দাস (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
আরোও পড়ুন:
ওয়ার্ল্ড ভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি
ওমরাহ ভিসার মেয়াদ বাড়ালো সৌদি আরব
স্থানীয়রা জানান, সত্যপদ দাসের সঙ্গে প্রতিবেশী সুনীল চন্দ্র দাসের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলাও চলছে। সোমবার রাতে এলাকার মির্জামহলের সামনে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সঙ্গে সুনীল দাসের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সুনীল ছুরি দিয়ে তাকে আঘাত করে। এসময় পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে সুনীল দাস ও তার লোকজন। এতে পরিবারের পাঁচজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুবির দাসকে মৃত ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।