মেহেরপুরের গাংনীতে একাধিক বিয়ে বিরোধের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার ভোরে উপজেলার কুঞ্জনগর গ্রামের হুদাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাবিনা খাতুন। তিনি ওই এলাকার কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। স্থানীয় গ্রামবাসী ও নিহত সাবিনার বাবা আব্দুস সাত্তার জানান, গত এক মাস আগে ছাবিনার সাথে কুঞ্জনগর গ্রামের দিনমজুর বিদ্যুৎ হোসেনের বিয়ে হয়। এটি ছাবিনার দ্বিতীয় আর বিদ্যুতের তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে দু’জনের মধ্যেই কলহ চলছিল। এর জের ধরে বুধবার ভোরে দু’জনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সাবিনার মাথায় ভারি বস্তু দিয়ে একাধিক আঘাত করেন বিদ্যুৎ। এতে সাবিনার মৃত্যু হয়।
আরোও পড়ুন:
যেসব খাবারে দূর হবে শারীরিক দুর্বলতা
ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প
কেশবপুরে অধিকদামে পণ্য বিক্রি করায় দুই দোকানীর জরিমানা
বিদ্যুৎ হোসেন কুঞ্জনগর হুদাপাড়া গ্রামের ওলি আহম্মেদের ছেলে। এ ঘটনার পর থেকে বিদ্যুৎ ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।