বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগাআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকের বিরুদ্ধে ১৯ শতক জমি দখলের অভিযোগ উঠছে৷ চেয়ারম্যান আব্দুল খালেক তার নিজস্ব সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দিয়ে অসহায় গরীব কৃষক খোরশেদ আলমের ক্রয়কৃত ১৯ শতক জমি জোর করে দখল নিয়েছে বলে অভিযোগ করেছেন জমির মালিক খোরশেদ আলম।
ঘটনাটি ঘটেছে রবিবার ( ১৭ জুলাই) দুপুর ১ টার দিকে বাগআঁচড়ার ইউনিয়নের বসতপুর ১ নং কলোনীর গরীব কৃষক খোরশেদ আলমের বাড়িতে।
অভিযোগে জানা যায় , প্রতিবেশী আব্দুল মোতালেব ও আবু কালামের জমি নিয়ে বিরোধ চলচিল দীর্ঘদিন ধরে। খোরশেদ আলমের ক্রয়কৃত ৩১ শতক বসতবাটির কিছু অংশ জোর দখলের চেস্টা করে আসছিল প্রতিবেশী আব্দুল মোতালেব ও আবু কালাম। যার খতিয়ান নং- ১৪৮২, দাগ নং ৭০৪ ও ৯২৯।
খোরশেদ আলম সংবাদমাধ্যম কে জানায়, আমার ক্রয়কৃত রেকর্ড করা জমিতে গত ৩০ বছর ধরে বসবাস করছি। আমি গরীব ও অসহায় বিধায় প্রতিবেশী আব্দুল মোতালেব ও আবু কালাম জোর করে চেয়ারম্যান খালেকের সন্ত্রাসী বাহিণী দিয়ে আমার ১৯ শতক জমি জোর দখল করে নিয়েছে। আমি দ্রæত বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করবো। ঘটনার সাথে যারা জড়িত তাদের সুষ্ঠ বিচার চাই।
উল্লেখ্য চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীদের দখলদার প্রতিবেশী আব্দুল মোতালেব ও আবু কালামের এক আত্মীয়র বাড়িতে দুপুরে ভুড়ি ভোজ করে উল্লাশ করতে দেখা গেছে।
চেয়ারম্যান আব্দুল খালেক জানান, সব ঘটনাই মিথ্যা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। তবে বিষয়টি আমার নজরে আসলে ন্যায় বিচার করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।