যশোর মণিরামপুরের দুর্বাডাঙ্গা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাটবিলা গ্রামের জনৈক ব্যক্তির বিরুদ্ধে গরু চুরির অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম মোল্লা(৪৫) পিতা আলী বক্স মোল্লা। ওই একই থানার একই ওয়ার্ডের বাসিন্দা।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ৩১ শে মে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১.৩০ টার সময় অভিযোগকারী আমজেদ হোসেন গাজী(৪৬) পিতা: মোজাহার গাজী ও তার ছেলে মোঃ রাব্বি হুসাইন(২৩) উভয় সাং উপজেলার বাটবিলা গ্রাম জীবিকার তাগিদে টর্চ লাইটের আলো দিয়ে (আলো কেটে) মাছ ধরে বাড়ি ফিরছিলেন। বাড়ির নিকটে পৌঁছামাত্রই অভিযোগকারী স্ত্রী চোর চোর বলে চিৎকার করতে থাকে।তখন আমজেদ গাজী তার হাতে থাকা টর্চ লাইট নিয়ে দ্রুত বাড়িতে ঢুকে দেখে শহিদুল ইসলাম গোয়াল ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালাচ্ছে।

তখন আমজেদ হোসেন ও তার ছেলে রাব্বি হোসেন দৌড়াদৌড়ির একপর্যায়ে শহিদুল ইসলাম কে আটক করে।

আটকের পর শহিদুল ইসলাম নানান রকমের কথাবার্তা বা টালবাহানা করতে থাকে। কথা কাটাকাটির একপর্যায়ে আশেপাশের আরো অনেক লোক ঘটনাস্থলে উপস্থিত হন। এবং শহিদুল ইসলাম জোরপূর্বক ঘটনাস্থল ত্যাগ করেন।

বিষয়টি আমজেদ গাজী সেই রাতেই তাদের ১ নম্বর ওয়ার্ড মেম্বর মোহাম্মদ নরিম উদ্দীন মালি ও গ্রাম পুলিশ মোঃ কাওছার দফাদার কে জানান। এবং তারা বিষয়টি দেখছেন বলে জানান।

এলাকাবাসী সূত্রে জানা যায় মোঃ শহিদুল ইসলাম এর নামে এই রকম আরো অনেক অভিযোগ রয়েছে।

কলমকথা/ডিজেহাসান