রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর উপর হামলা চালিয়েছেন এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বুড়িরহাট সংলগ্ন মৌলভীবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাবলুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বাবলুর উপর হামলার ঘটনায় গঙ্গাচড়া বাজারে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীসহ স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুর শহর থেকে প্রাইভেটকারে করে গঙ্গাচড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন বাবলু। এসময় বুড়িরহাট ঈদগাহ মাঠ এলাকায় সাইট দেয়াকে কেন্দ্র করে খোকন নামে এক মোটরসাইকেল চালকের সঙ্গে বাবলুর গাড়িচালকের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মোটরসাইকেল চালক খোকন প্রাইভেটকারটি ওভারটেক করে মৌলভীবাজারে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে যান এবং প্রাইভেটকারের গতিরোধ করেন।

এসময় বাবলু গাড়ি থেকে নেমে আসা মাত্রই পাশের একটি দোকান থেকে রড নিয়ে এসে এলোপাথাড়ি মারধর শুরু করেন খোকন। এতে বাবলু হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খোকন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে গঙ্গাচড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী পদে পরাজিত প্রার্থী মাহফুজার রহমান দুলুর অনুসারী বলে জানা গেছে। ওই নির্বাচনে বাবলু আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন।