দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বগুড়াপাড়ার সাড়ে ৭ বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১১ জুন সকালে শিশুটির বাবা নিজেই বাদী হয়ে খানসামা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১১ জুন) শিশুটি প্রতিবেশী আতিফা খাতুনকে সাথে নিয়ে পার্শ্ববর্তী গ্রামে বড় বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলে রাস্তা পাশবর্তী লিচু বাগানে লুকিয়ে থাকা শুড়িগাও গ্রামের মৃত সামছুল হক ফকিরের ছেলে জহুরুল ইসলাম শিশুটিকে দেখতে পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের আবাদীও পাটক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় শিশুটির সাথে থাকা আতিফা খাতুনের চিৎকারে পার্শ্ববর্তী গ্রামে লোকজন ছুটে আসে ফলে, পালিয়ে যায় জহুরুল ইসলাম। এ সময় প্রত্যক্ষদর্শীরা জহুরুল ইসলামকে চিনে ফেলে।
ভুক্তভোগির পিতা মুঠোফোনে সংবাদকর্মীকে জানিয়েছেন এই ঘটনার পর আমার মেয়ে আতঙ্কিত ও ভয়েভীত হয়ে, খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। এমতাবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
আমি থানায় লিখিত অভিযোগ করেছি, মেয়েকে সুস্থ করে বাড়ি গিয়ে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে, আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।